ঝিনাইদনের মহেশপুরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন কাজিরবেড় ইউনিয়নের প্রভাবশালী এক ব্যক্তি। ওই ইউনিয়নের পাকরাইল গ্রামের মাঠে নওশের আলীর পুকুরে দুটি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছেন তিনি।
ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় কৃষিজমি ও বসতভিটা ক্ষতির শঙ্কা করছেন এলাকাবাসী। এদিকে, ওই বালু বিক্রির জন্য নয়, সরকারি রাস্তার কাজে ব্যবহার করা হবে জানান ওই ব্যক্তি।
সরেজমিনে গেয়ে দেখা যায়, নওশের আলীর চার বিঘা পুকুরে দুটি ড্রেজার মেশিন দিয়ে দিনে ও রাতে লাগামহীন বালু উত্তোলন চলছে। লম্বা পাইপের সাহায্যে ওই বালু মেইন রাস্তার পাশের একটি বিশাল পুকুরে স্তূপ করা হচ্ছে।
পুকুর মালিক নওশের আলী জানান, ওই পুকুরে পানি শুকিয়ে যাওয়ায় মাছ চাষ হচ্ছে না। যে কারণে বালু তুলে একটু গভীরতা বাড়ানো হচ্ছে।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ইয়ানবী বলেন, ওই বালু বিক্রির জন্য নয়। সরকারি রাস্তার কাজে বালু পাওয়া না যাওয়ায় ঠিকাদারের সঙ্গে চুক্তি করে বালু উত্তোলন করা হচ্ছে। এরপর সাবেক চেয়ারম্যানের পুকুর থেকেও বালু উত্তোলন করা হবে।
উপসহকারী কর্মকর্তা (ভূমি) এসিল্যান্ড শরীফ শাওন বলেন, চেয়ারম্যানকে কেউ বালু তোলার অনুমতি দিতে পারে না। উত্তোলন বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
টিএইচ